মালদা

পাচারের আগেই দুই কোটি টাকার তিনটি বিরল প্রজাতির টিকটিকি উদ্ধার

বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে ঢোকার মুখে বিরল প্রজাতির টিকটিকি সহ দুই পাচারকারীকে আটক করল বি.এস.এফের গোয়েন্দা শাখা। মঙ্গলবার সকাল বেলা মালদার বামনগোলা থানার রাহুতারা থেকে এই দুই পাচারকারীকে আটক করে বি.এস.এফ-এর গোয়েন্দা শাখা। 

বি.এস.এফ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হারান বিশ্বাস (৩১) ও শিবা বিশ্বাস (২১)। এদের বাড়ি হবিবপুর থানার জগজীবনপুর এলাকায়। ধৃতরা এদিন ভোর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাদেশ থেকে এই টিকটিকি গুলি সংগ্রহ করে চোরা পথে ভারতে নিয়ে আসছিল। সেই সময় বি.এস.এফের গোয়েন্দা শাখা গোপন সুত্রে খবর পেয়ে এদের আটক করে। উদ্ধার হয় তিনটি বিরল টিকটিকি। যে গুলি দিয়ে বিভিন্ন মারণ রোগের ওষুধ ও উত্তেজনা প্রবণ ওষুধ তৈরী করা হয়। যার বাজার মূল্য দুই কোটি টাকার ওপরে। টিকিটিকি সহ ধৃতদের তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর। 

এবিষয়ে বিভাগীয় বনদপ্তর আধিকারিক কৌশিক সরকার কোনো প্রকার মুখ খুলতে নারাজ। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তার কাছে এবিষয়ে কোনো খবর আসেনি।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/7DfJcjLW100